ধান তৃতীয় দিনের মতো কর্তন করছে সুগার মিল কর্তৃপক্ষ

গাইবান্ধা প্রতিনিধি : আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের রোপনকৃত ধান তৃতীয় দিনের মতো কর্তন করছে সুগার মিল কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১১টা থেকে ধান কাটা শুরু হয়। চিনিকলের শতাধিক শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমে এই ধান কাটছেন।

এ সময় উপস্থিত আছেন রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) আহাদ আলী প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে ৮২ বস্তা ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেয় সুগার মিল কর্তৃপক্ষ।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান জানান, প্রথম দিন ২৬ বস্তা ও দ্বিতীয় দিন ৫৬ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেওয়া হয়। দিনশেষে আজকের মাড়াইকৃত ধান তাদের বুঝিয়ে দেওয়া হবে।