
জেলা প্রতিবেদকঃ বর্গা দেওয়া জমির ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় সিলেটের গোয়াইনঘাটে ময়না মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার লেঙ্গুড়া ইউপির জাতু গ্রামের উত্তর হাওরে শুক্রবা (৯ এপ্রিল) বিকেলে ঘটে এ ঘটনা।
নিহত ময়নার বাড়ি ওই ইউনিয়নের জাতু গ্রামে। তার বাবার নাম মকদ্দস আলী। সংঘর্ষে নিহত ময়নার আরো দুই ভাইসহ আহত তিনজন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতুগ্রামের আব্দুস ছোবহানের জমিতে চলতি মৌসুমে বোরো ধান বর্গা চাষ করেন ময়না মিয়া। শুক্রবার বিকেলে জমির মালিক ও বর্গাচাষি মিলে ধান ভাগাভাগি করতে হাওরে যান। এ সময় ফসল ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে জমির মালিক আব্দুস ছোবহান ও তার সঙ্গে থাকা লোকজন দেশীয় অস্ত্র দিয়ে বর্গাচাষি ময়না মিয়ার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ময়না মিয়া মারা যান। একই সঙ্গে তার ছোট দুই ভাইসহ তিনজন আহত হন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে।’