নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় ফাতেমা বেগম (৪২) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হারিয়া গ্রামের সেলিম আহমেদের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফাতেমা। এসময় ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাতক ট্রাককে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


