ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে জাহাঙ্গীর হোসেন (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর মানিকগঞ্জের সিংগাইর থানার চরকৃষ্ণপুর গ্রামের দেওয়ান কহিনুরের ছেলে।
পুলিশ জানায়, সকালে পাটুরিয়া থেকে ঢাকামুখী ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে চালানোর কারণে ওই বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয় এবং কমপক্ষে আরও সাত যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।


