ধারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হবে না

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ৩২ ধারা সাংবাদিকদের ঘায়েল করার জন্য নয় এবং এই ধারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হবে না বলে আবারো মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে যদি মামলা করা হয় তাহলে তিনি সেই সাংবাদিকের পক্ষে বিনা পয়সায় মামলা পরিচালনা করবেন বলে জানান। আইনটি পাশ করার আগে ৩২ ধারা যাতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে বাধা না হয় সে জন্য প্রয়োজনে একটি উপধারা যোগ করা হবে।

ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি এম. বদি-উজ-জামান, সহ সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন, মেহেদী হাসান ডালিম, ফজলুল হক মৃধা, এস এম নুর মোহাম্মদ, আশিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।