ধারের টাকা নিয়ে হাতাহাতি এক জনকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের হাতাহাতির জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে। পরে আজ শনিবার দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

নিহত চা দোকানদার হাবিবুর রহমান তালুকদার (৫৮) নয়ানগর গ্রামের মৃত গফুর তালুকদারের ছেলে। আটক দুজন হলেন— একই গ্রামের মো. মিজান মিয়া (৩৬) ও শিপন আহমেদ (৩২)। মডেল থানা পুলিশ আজ ১৫ ফেব্রুয়ারী শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজন আটক করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— একই গ্রামের মো. মিজান মিয়া (৩৬) ও শিপন আহমেদ (৩২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন ও সোলেমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। চা দোকানের সামনে উপস্থিত হাবিব তালুকদার দুজনকে দুই দিকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দেন। এ সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আঘাত পায়।

পরে সোলেমানসহ তার সহযোগী মিজান ফকির ও শিপন মিয়া ছয়-সাতজন নিয়ে হাবিব তালুকদারের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে গৌরীপুর হাসপাতাল নিয়ে যায়। নেওয়ার পর রাত ১১টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের কাছ থেকে বিস্তারিত অবগত হয়েছি। পরে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মিজান ফকির ও শিপন মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।