নওগাঁ : নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেসহ মা-বাবার মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সরাইগাছী মোড়ে এ ঘটনা ঘটে।
মৃত তিনজন হলেন সরাইগাছী গ্রামের সাইফুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪০), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪) ও তাদের ছেলে আনোয়ার হোসেন (৯)।
পোরশা থানার অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক বলেন, সন্ধ্যায় আনারুল বাড়ির পাশে ধানখেত থেকে হাঁস আনতে যান। এ সময় ওই খেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার স্ত্রী ও ছেলে ওই খেতে আনারুলকে পড়ে থাকতে দেখে তাকে তুলতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদেরও মৃত্যু হয়।