নওগাঁয় মিথ্যা প্রচারণার অভিযোগ: বিএনপি নেতা বহিষ্কার

দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাময়িক বহিষ্কারাদেশে বলা হয়, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবী স্থগিতসহ দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যা প্রচারণা বা দলীয় কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। আর আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেয়া উচিৎ ছিল। অথচ হুট করে কিভাবে বহিষ্কার করলেন আমার জানা নেই। এছাড়া এভাবে কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই।