
নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার উমার ইউনিয়নের চকিলাম বিওপির অধীনে দূর্গাপুর সীমান্ত মাঠ থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. সাদিকুর ইসলাম (১২), মো. শরিফুল ইসলাম (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. আসলামউল ইসলাম (২৭), মো. জুয়েল রানা (৩০) মো. জাহাঙ্গীর আলম (২৭)। সবার বাড়ি উপজেলার উমার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধামইরহাট উপজেলার চকিলাম বিওপির নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে কাছ থেকে ছয়জনকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন। আটককৃতদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, ‘জেলার পত্মীতলার ১৪ বিজিবি বাদী হয়ে ধামইরহাট থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’