নওগাঁয় জামায়াতে ইসলামীর আট নেতাকে গ্রেপ্তার

নওগাঁ : মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহাতাব হোসেন (৪৫), উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য নমির উদ্দিন, মাহাফুজ, আবু তালেব, ওয়ালিউল্লাহ, আজাহার আলী, আবুল কালাম আজাদ ও ইউসুফ আলী। নওগাঁর মহাদেবপুর উপজেলার খন্টিগ্রাম জামে মসজিদে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খন্টিগ্রাম জামে মসজিদের ভেতর থেকে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে। পুলিশের ধারণা তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।