
নওগাঁর মহাদেবপুরে সাইদুর রহমান নামের এক মাছ চাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) সকালে মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামে কলাবাগানের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইদুর রহমান (৪০) তাতারপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে। বিভিন্ন জনের কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন তিনি।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার রাতে তিনি গ্রামের আধার পুকুর দেখাশোনার জন্য বাড়ি থেকে বের হন। সকালে ওই পুকুরের কাছে কলাবাগানের ভিতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। শত্রুতার জেরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে করা যাছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।