বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুধু তাই নয় হলিউডেও রয়েছে তার অভিনয়ের খ্যাতি।
এ অভিনেতার বিরুদ্ধে ভাইযের বউকে নির্যাতনের অভিযোগ তোলেছেন তার ভাই মিনাজউদ্দিনের স্ত্রী আফরিন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যৌতুক চেয়ে মিনাজউদ্দিনের স্ত্রী আফরিনকে নির্যাতন করছেন নওয়াজউদ্দিন ও তার বাবা-মা। আফরিন যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন নওয়াজউদ্দিন তার পেটে লাথি মেরেছিল। গত ২৮ সেপ্টেম্বরও আফরিনকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে আফরিন স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি এস পি রাকেশ জোলির সঙ্গেও দেখা করেছেন আফরিন। যদিও পুলিশ এখনো নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা নেননি। তদন্তের পরই তারা সিদ্ধান্ত নেবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে নওয়াজউদ্দিন তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন। এতে লেখেন, ‘সবকিছু সি সি টিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন।’
চলতি বছরের ৩১ মে মিনাজউদ্দিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আফরিন।