নওয়াজ শরিফের জন্মদিনে শুভেচ্ছা মোদি
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সীমান্ত ও কাশ্মীর ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই চিরবৈরী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মোদি।
এক টুইটে মোদি বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।’
নওয়াজ শরিফ আজ ৬৭ বছরে পা রাখছেন। বিভিন্ন দেশের নেতারা এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে, পাকিস্তান থেকে ভারতে সন্ত্রাসী হামলা চালানো হলেও প্রধানমন্ত্রী মোদি নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
গত বছর নওয়াজ শরিফের জন্মদিনে আকস্মিক সফরে পাকিস্তানে গিয়ে ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানান মোদি। নওয়াজ শরিফের পারিবারিক এক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।
২০১৬ সালের ১ জানুয়ারি ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কে ফাঁটল ধরে। সেই থেকে ভারতে আরো কয়েকটি হামলা হয়েছে। এ সব হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। পরে কাশ্মীরে সহিংসতা ছড়িয়ে পড়লে তার জন্যও পাকিস্তানকে দোষী করে ভারত সরকার। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিবাদে জড়িয়ে পড়ছে দুই দেশ।