নকলায় বিষ্ফোরক পদার্থ উদ্ধার

 নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:  শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজার হতে বিপুল পরিমাণ বিষ্ফোরক সাদৃশ্য রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে, ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা বাজারের কলা হাটি রোডে ‘তানিসা গার্মেন্টস এন্ড সুজ’ নামীয় তালাবদ্ধ এক দোকানের তালা ভেঙ্গে ৫টি ৩০ লিটারি সবুজ রঙের কন্টেইনার এবং ২৫ লিটারি ৭টি সবুজ রঙের ও ৬টি কালো রঙের কন্টেইনার ভর্তি বিষ্ফোরক সাদৃশ্য রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করা হয়। তাছাড়া খালি আরো ৫টি কন্টেইনার, গøাফস, সিরিঞ্জ, কোণক, সীম ছাড়া খালি ৮টি সীস ¯øট ও পেকেটসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে।
এ বিষয়ে পুলিশ সুপার রফিকুল হাসান গণি সাংবাদিকদের জানান, ঢাকা থেকে আগত বিষ্ফোরক গবেষকগণের পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে নিশ্চিত করে বলতে পারবেন যে, ওইসব কন্টেইনারে কি ধরণের পদার্থ রয়েছে।