
ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’র জন্য নির্মিত হয়েছে ‘হিজ স্টোরি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ। এটি নির্মাণ করেছেন একতা কাপুর।
শুক্রবার (৯ এপ্রিল) ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ করা হয়েছে।
প্রকাশের পরই নকলের অভিযোগ উঠেছে একতা কাপুরের বিরুদ্ধে। নেটিজেনদের দাবি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘এলওইভি’র সঙ্গে মিল পাওয়া গেছে ‘হিজ স্টোরি’ ওয়েব সিরিজের পোস্টার। দুটি পোস্টারেই দেখা গেছে, সাদা বালিশে দুজন পুরুষ শুয়ে আছে। দুজনেই এক পাশে ফিরে। পেছনের জন সামনের জনকে জড়িয়ে ধরে আছে। সামনের জন তার বাম হাত অন্য পুরুষের হাতের ওপরে রেখেছে। সমকামী পুরুষকে ঘিরে তৈরি হয়েছে দুটি সিনেমার গল্প।
নেটিজেনরা দুটি পোস্টার পাশাপাশি রেখে নির্মাতাদের সমালোচনা করেছেন। একতা কাপুরকে উদ্দেশ করে নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘আপনারা ঠিক আছেন তো? যদি পোস্টার ডিজাইনার দরকার হয়, আমাকে বলুন। কথা দিচ্ছি খুব বেশি খরচ লাগবে না।’
বিষয়টি নজর এড়ায়নি ‘এল ও ভি’ র পরিচালক সুধাংশুর। টুইটারে তিনি লিখেছেন, ‘এই ইন্ডাস্ট্রিটা এ রকম কেন? ঘুম থেকে উঠে দেখলাম আমাদের সিনেমার অরিজিনাল পোস্টারটা অল্টবালাজি, জিফাইভের জিনিয়াসরা নির্লজ্জের মতো নকল করেছে।’
এবিষয়ে এখনো মুখ খোলেননি একতা কাপুর বা অল্ট বালাজির কোনো সদস্য।