
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা টয়লেট-এক প্রেম কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাঙ্গাত্মকধর্মী এই সিনেমার কাহিনি রচিত হয়েছে। কিন্তু এ সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। এ নিয়ে আইনি জটিলতায় পড়েছে সিনেমাটি।
টয়লেট-এক প্রেম কথা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮ মোশন পিকচার্সের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লির লিগ্যাল ফার্ম ‘লিটমাস লিগ্যাল’। ভারতের বারাণসীর বাসিন্দা নির্মাতা ও থিয়েটারকর্মী প্রবীণ ব্যাসের পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়েছে।
প্রবীণ ও তার আইনজীবী অভিযোগ করেছেন টয়লেট –এক প্রেম কথা সিনেমাটির প্লট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানিনি’ থেকে নকল করা হয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রবীণ ব্যাস বলেন, ‘আমি ট্রেইলার দেখার পর সিনেমাটির প্রযোজকদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছি। আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে এর মিল খুঁজে পেয়েছি। এমনকি কিছু কিছু জায়গায় পুরোপুরি মিল রয়েছে।’
‘মানিনি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্যকার শ্যাম আনন্দ ঝা বলেন, ‘যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম-১৮ মোশন পিকচার্স।
ভারতের একটি গ্রামের গল্প নিয়ে টয়লেট-এক প্রেম কথা সিনেমার কাহিনি। ট্রেইলারে দেখা যায়- নানা ঘটনার পর অক্ষয়ের সঙ্গে ভূমি পেনেকারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরদিন থেকে বাঁধে বিপত্তি। স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় এক পর্যায়ে অক্ষয়ের বাড়ি থেকে চলে যায় স্ত্রী ভূমি। এরপর গ্রামে টয়লেট বানানোর সংগ্রামে নামেন অক্ষয়।
টয়লেট : এক প্রেম কথা সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।