নকল প্রসাধনী কারখানার সন্ধান

পাবনা প্রতিনিধি : পাবনায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নকল প্রসাধনী কারখানার সন্ধান মিলেছে।

শহরের নয়নামতি চকপৈলানপুরে জুয়েল কসমেটিকস নামে তারা দেশি ও বিদেশি বিভিন্ন ব্যান্ডের নামিদামি প্রসাধনী নকল করে উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

বিএসটিআই রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল কসমেটিকস প্রোডাক্টস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই নকল প্রসাধনী কারখানার মালিক ইকবাল প্রামানিক পালিয়ে যান। পরে তার স্ত্রী শিউলী খাতুনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা ইয়াসমিন এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযানের সময় সেখান থেকে বিভিন্ন ব্রান্ডের নকল বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম, স্পট আউট ক্রিম, ফেয়ারনেস ক্রিম, ঘামাচি পাউডার ও পারফিউম তৈরির বিভিন্ন কেমিক্যাল ও মোড়ক জব্দ করা হয়। এ সময় ৩০ লক্ষাধিক টাকার পণ্য ও মোড়ক ধ্বংস করা হয় বলেও জানান তিনি।