নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান

নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

জানা যায়, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। যেসব ভবনে অভিযান চালানো হচ্ছে, বেশিরভাগ ভবনেই অনিয়ম ধরা পড়ছে। তবে এখন পর্যন্ত রাজউকের অনুমোদন ও স্মারক নম্বর না দেখাতে পারাসহ নানা অভিযোগে একটি ভবনে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ভবন মালিককে ১ লক্ষ টাকা জরিমানা সহ ভবনের বর্ধিত অংশ ভাঙার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এসময় ভবনের বিদ্যুৎ সংযোগ কাটার নির্দেশ দিয়ে বিদ্যুতের মিটার খুলে নেওয়ার নির্দেশ দেন। ভবনটির নকশা বহির্ভূত পুরো অংশ আজই ভেঙে দেওয়া হবে। কর্মকর্তারা জানান, অবৈধ নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে এই অভিযান পুরো রাজধানীজুড়ে চলবে। রাজউকের অনুমোদনের বাইরে কোন স্থাপনা তৈরি হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।