বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এক সময়ের সাড়া জাগানো ব্র্যান্ড নকিয়া স্মার্টফোনের বাজারে আবারো স্বনামে ফিরছে, এ খবর ইতিমধ্যে অনেকেরই জানা। ২০১৭ সালে দুইটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে বাজারে ফের যাত্রা শুরু করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল তৈরি করবে নকিয়ার স্মার্টফোন ।
নকিয়া ৫৩২০ এবং নকিয়া ডি১সি- মডেল দুইটির মাধ্যমে বাজারে প্রত্যাবর্তন করবে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বেঞ্চমার্কিং টুল গিকবেঞ্চের পর এবার আরেকটি বেঞ্চমার্কিং টুল আনটুটুতে নকিয়া ডি১সি স্মার্টফোনটির কিছু ফিচার দেখা গেছে।
আনটুটু বেঞ্চমার্কিং- এ থাকা তথ্যানুসারে নকিয়া ডি১সি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আরো রয়েছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি বিল্ট-ইন স্টোরেজ, অ্যাডরিনো ৫০৫ জিপিইউ, কোয়ালকম ৪৩০ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। বেঞ্চমার্ক দেখা মানে স্মার্টফোনটি প্রায় রেডি এবং নির্ধারিত ঘোষণার আগে এর পরীক্ষা চলছে।