
এই ভিডিওতেই বিস্তারিত দেখানো হয়, কী ভাবে বানানো হবে এই নখ-চিরুনি। শুধু তা-ই নয়। বিচিত্র বর্ণে তাকে রং করার ব্যপারেও পরামর্শ দিয়েছে এই ভিডিও।
অফিসে বেরনোর তাড়া! চুল আঁচড়ানোর সময়টুকুও নেই। আবার রাস্তায় জনসমক্ষে চিরুনি বের করে চুল আঁচড়ানোটাও বেজায় অস্বস্তির। তা হলে উপায়?
এই সমস্যার সমাধানেই এগিয়ে এসেছে ‘নেল সানি’ নামের এক ম্যানিকিওর সংস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাশিয়ার এই বিউটি সালোঁ সে রকমই বন্দোবস্ত করেছে। প্রতিটি নখেই চিরুনি লাগানোর ব্যবস্থা করে এই মুহূর্তে সংবাদ-শিরোনামে এই সংস্থা।
সম্প্রতি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে নেল সানি। এই ভিডিওতেই বিস্তারিত দেখানো হয়, কী ভাবে বানানো হবে এই নখ-চিরুনি। শুধু তা-ই নয়। বিচিত্র বর্ণে তাকে রং করার ব্যপারেও পরামর্শ দিয়েছে এই ভিডিও। এই ‘নখ-চিরুনি’-র নাম দেওয়া হয়েছে ‘ব্রাশ নেলস’।

ইনস্টাগ্রাম থেকে নেয়া ছবি

ইনস্টাগ্রাম থেকে নেয়া ছবি
ভিডিও দেখুন