‘নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চাই’: দেবলীনা

অবাঙালি পরিবারের মেয়ে দেবলীনা কুমার। কিন্তু মনে প্রাণে নিজেকে বাঙালি দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই কথা।

এই অভিনেত্রীকে বেশ সক্রিয় দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। দেবলীনা শরীরচর্চায় নিয়ে বেশ সচেতন। দেবলীনা আর তার শরীরচর্চা যেন পাশাপাশি চলে।

সেই ছবি প্রায়ই শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। নিয়মিত জিমে না গেলে প্রায় খাওয়া-ঘুম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় তার। গত বছর লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী। এবং তাতে তিনি দ্রুত ছিপছিপে হয়েছিলেন, সে কথাও জানাতে ভোলেননি।

শরীরচর্চা নিয়ে কেন এত মাথাব্যথা দেবলীনার? অভিনেত্রীর দাবি, ওজন তার কাছে নিছকই সংখ্যা বা সাইজ নয়। আসলে, নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চান তিনি! তাই সঠিক ওজন ধরে রাখতে এত শরীরচর্চা করেন। এমন বিস্ফোরক কথাই তিনি বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।

রোগা থাকার আরও একটি কারণ কিছু দিন আগেই নেটমাধ্যমে জানিয়েছিলেন তিনি। ছোট থেকেই ছিল তার ভারী চেহারা। ছবির দুনিয়ায় আসার আগে নিজেকে ঝরাতে প্রথম শরীরচর্চা শুরু করেন। বাড়তি মেদ ঝরতেই দেবলীনা মুগ্ধ নিজের রূপে। সেই থেকে তিনি শরীরচর্চা চলছে।একই সঙ্গে ভয়ও কাজ করেন, আবার যদি মোটা হয়ে যান