
বিনোদন ডেস্ক : নজরকাড়া রুপের অধিকারী হন পরীরা। চর্ম চক্ষে এদের দেখা না গেলেও কখনো কল্পনায়, কখনো স্বপ্নে দেখা মিলে। এগুলো কাল্পনিক হলেও সম্প্রতি সিনেমার পর্দায় ডানাকাটা এক পরীর দেখা মিলেছে। এ ডানাকাটা পরীর নাচ দেখে মুগ্ধ হয়েছেন লাখো দর্শক। ঝড় তুলেছে অনলাইন দুনিয়াতেও। এবার লাইভে পারফর্ম করবেন এই ডানাকাটা পরী।
বলছি, ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের চিত্রনায়িকা পরীমনির কথা। গত ঈদুল আজহায় তার অভিনীত ‘রক্ত’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমায় ‘ডানাকাটা পরী’ শিরোনামের একটি আইটেম গানে নেচেছেন তিনি। এ পর্যন্ত গানটি ৫৯ লাখ দর্শক দেখেছেন। জনপ্রিয় এই গানের সঙ্গে লাইভে পারফর্ম করবেন বলে জানিয়েছেন পরীমনি।
আগামীকাল রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুল নকশায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি। এ অনুষ্ঠানে পারফর্ম করবেন পরীমনি। এ ছাড়াও দেশের জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করবেন বলেও আয়োজক সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘‘ডাকাকাটা পরী’ গানটিতে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। গানটি এখন সবার মুখে মুখে। প্রথমবারের মতো এই গানের সঙ্গে স্টেজে পারফর্ম করতে যাচ্ছি। গানটির কোরিওগ্রাফি করেছেন সোহাগ ভাই।’
দেশের প্রধান জাতীয় দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে একজনকে আজীবন সন্মাননা, একজনকে বিশেষ সন্মাননা পুরস্কারসহ সংগীত, টেলিভিশন এবং চলচ্চিত্রাঙ্গনে ২০১৫ সালের সেরা তারকাদের মাঝে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলেও জানান সিজেএফবির সাধারণ সম্পাদক তামিম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, নিউজজি২৪ডটকম-এর প্রকাশক নাজমুল হক ভূঁইয়া খালেদ, ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান এবং অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।
এতে সভাপতিত্ব করবেন সিজেএফবির’র সভাপতি এনাম সরকার। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক তামিম হাসান।