নজরদারিতে সাতক্ষীরার রাজাকার বাকী পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি সাতক্ষীরার রাজাকার এম. আবদুল্লাহিল বাকীকে নিজ বাড়িতে নজরদারিতে রেখেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টায় তাকে সদর উপজেলার বুলারাটি গ্রামের নিজ বাড়িতে ঘেরাও করে রাখে পুলিশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সতর্কতার সঙ্গে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হতে পারে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৮ মার্চ বাকীসহ সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।