নজরুল ইসলামের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে ইলেক্ট্রনিকস ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব এস এম নজরুল ইসলামের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

মন্ত্রী আলহাজ্ব এস এম নজরুল ইসলামের বিদেহী আত্মার শান্তির জন্য মহান আল্লাহ তা’আলার নিকট মাগফেরাত কামনা করেছেন।

ক্রীড়াক্ষেত্রে তার অভূতপূর্ব  পৃষ্ঠপোষকতা  এবং রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে উচ্চতর স্থানে নিতে তার অসাধারণ ভূমিকার কথা স্মরণ করে মুস্তফা কামাল তাকে ‘বাংলাদেশে ব্যক্তিখাতের উন্নয়নের অন্যতম পথিকৃৎ’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি আরো বলেন, ‘আলহাজ্ব এস এম নজরুল ইসলামের দূরদর্শিতা ও ব্যবসায়িক প্রতিভার কারণে “মেড ইন বাংলাদেশ” এর ব্র্যান্ডিং একটি ভিন্নমাত্রা পেয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশের পণ্য সুনাম কুড়িয়েছে।’

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এস এম নজরুল ইসলামের শোকসন্তপ্ত পরিবার ও ওয়ালটন পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, দেশবাসী এই প্রথিতযশা উদ্যোক্তাকে আজীবন স্মরণ করবে এবং তার প্রদর্শিত পথে দেশের অন্যান্য ব্যক্তিখাতের প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

মন্ত্রী ওয়ালটন বাংলাদেশের উত্তরাত্তর সাফল্য কামনা করেন এবং আশা করেন পরিবারের কর্ণধারকে হারানোর শোক কাটিয়ে উঠে ওয়ালটন পরিবার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।