বিনোদন ডেস্ক : গত বুধবার (২১ সেপ্টেম্বর) ছিল অভিনেত্রী কারিনা কাপুরের জন্মদিন। আর তার জন্মদিনের পার্টিতে সবার নজর কেড়েছেন সারা আলী খান।
কারিনার জন্মদিন উপলক্ষে এ অভিনেত্রীর বান্দ্রার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রণবীর কাপুর, অমৃতা আরোরা, মালাইকা আরোরা, রণধীর কাপুর, আরমান জেইনসহ সাইফ-কারিনার ঘনিষ্ঠ বন্ধুরা।
তবে শেষ পর্যন্ত সবার নজর কাড়েন অমৃতা সিং এবং সাইফ আলী খানের মেয়ে সারা খান। পার্টিতে নীল রঙের একটি জিন্স এবং সাদা রঙের একটি টপ পরে হাজির হয়েছিলেন তিনি। এ পোশাকের মাঝেই তার অ্যাবসও সবার নজর কাড়ে। পার্টির ছবি প্রকাশের পর অনেকেই ক্যাটরিনার অ্যাবসের সঙ্গে তার অ্যাবসের তুলনা শুরু করে দিয়েছেন।
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় অভিনয় করবেন সারা। যদিও এখন শোনা যাচ্ছে, সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে ভারতীয় টিভি অভিনেত্রী তারা সুতারিয়াকে।