
গেলো বছরে মক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর হয়নি। আসছে রোজা ঈদে মুক্তি পাবার কথা ‘শান’ সিনেমাটির। এরই মধ্যে মুক্তি পেলো ‘শান’র টিজার। এই সিনেমায় জুটি বেধেছে ঢাকাই সিনেমার আলোচিত এক জুটি সিয়াম আহমেদ এবং পূজা চেরী। ভিলেন হিসেবে দেখা যাবে তাসকিন রহমানকে।
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমার টিজারটি। দর্শকের নজড় কাড়ছে টিজারটি। টিজারটি অবমুক্ত হওয়ার পর থেকেই লুক ও অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন সিয়াম। নিজের গ্ল্যামার দিয়ে দর্শকের মনযোগ কেড়েছেন নায়িকা পূজা চেরীও।
কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে লকডাউন। বন্ধ থাকতে পারে সিনেমা হলগুলো। তাই সংশয় আছে এর মুক্তি নিয়ে।