
আহম্মেদ রেজাঃ নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ,নটরডেম ইউনিভার্সিটির সাবেক ভি সি “ফাদার বেঞ্জামিন ডি কস্তা” আজ বিকেল ৪:০০ টায় রাজধানীর সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ফাদার একজন অসাধারণ ভালো মানুষ ছিলেন। উচ্চ মানের পন্ডিত,বিনয়ী ও নিরহংকার মানুষ ছিলেন তিনি। সবার সাথেই হাসিমুখে কথা বলতেন। কোনো দাম্ভিকতা ছিলনা তাঁর মাঝে। তাঁর সাথে আমার অনেক স্মৃতি আছে।
মহান সৃষ্টিকর্তা তাঁর আত্নাকে শান্তি দান করুন।