সচিবালয় প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন এনজিওগুলোর অধিকার ক্ষুণ্ন করবে না।’
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নেদারল্যান্ডসের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত কিসভান বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, ‘নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নতুন এনজিও আইন ও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি, নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন দেশের এনজিওগুলোর কার্যক্রমে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।’
তিনি আরো বলেন, ‘নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের ব্লগার হত্যার বিচারের অগ্রগতি জানতে চেয়েছেন। আমি তাদের জানিয়েছি, সব ব্লগার হত্যার বিচার প্রক্রিয়া চলছে।’
এর আগে নেদারল্যান্ডসের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত কিসভান বারের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।