ছোট পর্দার পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। দর্শকপ্রিয় একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে জিয়াউল ফারুক অপূর্ব বিনোদন দুনিয়ার জনপ্রিয় নাম। এই দুই তারকাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘পথে হলো দেরি’ নামের একটি নাটকে। সেই নাটকটির জন্যজুটি হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তারা। ফের একসঙ্গে দেখা যাবে তাদের, তাও আবার দুইটি নাটকে। এমনটাই জানালেন তটিনী।
অভিনেত্রী জানান নাটকের নাম এখনো ঠিক করা হয়নি। তবে পরিকল্পনা চূড়ান্ত। ১৪ সেপ্টেম্বর শুটিং শুরু হবে। তটিনী বলেন, নাটকগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি। শুটিংয়ে যাওয়ার পর নাটক দুটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।
অপূর্বর বিপরীতে কাজ করে অভিনয় সম্পর্কে অনেক কিছুই শেখার আছে বলে মনে করেন তটিনী। তিনি বলেন, প্রতিটি দৃশ্য করার আগে রিহার্সাল করে খুবই সুন্দর করে অভিনয় বের করার গুণটা তাঁর দারুণ। কাজের সময় সহশিল্পীরা অপূর্ব ভাইয়ের কাছ থেকে কোনো না কোনো কিছু শেখার সুযোগ পান।
রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে অনেক দিন কাজ বন্ধ ছিল। গত ২৪ আগস্ট মাহমুদুর রহমান হিমির ‘সর্বস্ববাদী’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তটিনী। তার বিপরীতে ছিলেন জোভান। এরপর শেষ করলেন রুবেল হাসানের ‘আবির ছোঁয়া’।
এ নাটকে তটিনীর সহশিল্পী ইয়াশ রোহান। বর্তমানে আরমান রহমানের ‘আনন্দ কুটি’র নামের আরেকটি কাজের শুটিং চলছে। অভিনয়ে তাঁর সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ।