
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। নাটক-সিনেমার গানের পাশাপাশি একক গান ও স্টেজ শো নিয়ে রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেই সংসার ভাঙার খবরের আলোচনা-সমালোচনায় ছিলেন। তবে সেসবে গুরুত্ব না দিয়ে গানেই মনোযোগী এ শিল্পী।
গত রোজার ঈদে ‘কন্যা’ নামক গান দিয়ে শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন কনা। এবার তিনি ভক্তদের জন্য নিয়ে এসেছেন ‘সোনা জান’।
কনার নতুন গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।
রোববার (১৩ জুলাই) বিকালে গানটি প্রকাশ পেয়েছে ভিডিও আকারে। যেখানে রোমান্স করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল।
ট্রেন্ডি কথা-সুর ও ভরপুর ভালোবাসা সাজানো গান-ভিডিওটি তৈরি হয়েছে কেএম মিউজিকের ব্যানারে। প্রযোজনা করেছেন মাহামুদুল হাসান শোভন।
গানটি প্রসঙ্গে শোভন বলেন, ‘কনা আপু আমার খুব পছন্দের একজন গায়িকা। রবিউল ইসলাম জীবন ভাই এবং আদিব কবিরের কাজেরও ভক্ত আমি। সব মিলিয়ে তাদের নিয়ে কাজটি করা। গানটির মাধ্যমে আমরা শ্রোতা-দর্শকদের বিনোদন দিতে চেয়েছি। সবার ভালো লাগবে বিশ্বাস।’