নতুন চমক নিয়ে আসছেন বুবলি

বসগিরি খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন চমক। নতুন সিনেমা “চোখ” মুক্তির অপেক্ষায় দিন গুনছেন নায়িকা। এ ছাড়া তার নতুন সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’,‘রিভেঞ্জ’ এবং তালাশ সিনেমার শুটিং প্রায় শেষের দিকে।

তালাশ সিনেমা নিয়ে বুবলী জানান, নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিপরীতে রয়েছেন দুইজন নায়ক, তারা হলেন- কে আজাদ আদর ও আসিফ আহসান খান। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৈকত নাসির, আর বর্তমানে তিনি রয়েছেন কক্সবাজারে। বুবলী বলেন, ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির ভাইয়ের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা ছিল।

তিনি আরও বলেন, নাসির ভাই খুবই মেধাবী নির্মাতা অত্যন্ত সুন্দরভাবে এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। এই মুহূর্তে কক্সবাজারে আছি গানের শুট চলছে, আর গানের শুটিং শেষ হলেই পুরো দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাবে। তিনি সব গুলো সিনেমা নিয়েই বেশ আশাবাদী।

এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’- ছবিতে অভিনয় করেন বুবলী তার বিপরীতে ছিলেন নিরব। এখন দিন গুনছেন চোখ সিনেমার মুক্তির অপেক্ষায়। বুবলি বলেন, সিনেমার গল্পটা একটু ব্যতিক্রমী আর এখানে আমাকে ভিন্নভাবে দেখা যাবে। সবমিলিয়ে আশা করছি, সিনেমাটি যখন মুক্তি পাবে, দর্শক দেখলে আনন্দ পাবেন।