
ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লুইস সুয়ারেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাতালানেই থাকবেন উরুগুইয়ান তারকা।
শুক্রবার নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেন সুয়ারেজ। সুয়ারেজের পর বার্সেলোনা লিওনেল মেসি, ইভান রাকেটিক, সার্জি রবার্তো ও মার্ক-আন্দ্রে টার স্টেগানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়ন করবে।
যদিও লিওনেল মেসিকে ইতিমধ্যে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।
যদি অন্য কোনো ক্লাব লুইস সুয়ারেজকে ২০০ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেড়ানোর সাহস না করে, তাহলে নতুন চুক্তি অনুযায়ী তার ৩৪ বছর বয়স পর্যন্ত বার্সেলোনায় থাকবেন। নতুন চুক্তি অনুযায়ী সুয়ারেজ প্রতি বছর ২৫ মিলিয়ন ইউরো পাবেন। তবে বেতনের দিক দিয়ে নেইমার দ্য সিলভা এখন বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে গেল অক্টোবরে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।