নতুন ছবি নিয়ে আসছেন কবরী

চলচ্চিত্র দিয়েই পথ চলা শুরু তার। মাঝে রাজনীতির মাঠে সরব হলেও এখন আবার চলচ্চিত্রে ফিরছেন সারাহ বেগম কবরী।

বর্তমানে ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন কবরী। সরকারি অনুদান প্রাপ্ত ‘এই তুমি সেই তুমি’ সিনেমা কাজ শেষ করেছেন কিছুদিন আগেই। ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কবরীর বিপরীতে দেখা যাবে মঞ্চ নাটকের অভিনেতা মোহাম্মদ বারীকে।

ছবিটির প্রসঙ্গে কবরী বলেন, ‘নির্দিষ্ট কোনো দর্শক শ্রেণির জন্য ছবিটি নির্মাণ করিনি। এ ছবির গল্পই প্রধান। প্রবীণ ও নবীন দুই বয়সের দুটি গল্প রয়েছে। এমন গল্প নিয়ে বাংলাদেশে এর আগে কোনো ছবি নির্মাণ হয়নি। একেবারেই মৌলিক গল্প। জীবন চক্রাকারে অতিবাহিত হয়, সেটিই ছবির মূল বিষয়। অর্থাৎ একজন মানুষ নবীন থাকতে যেটি পারেনি, তারই প্রজন্ম সেটি করছে তার স্বপ্ন পূরণের জন্য। আমার ইচ্ছা বড় কোনো উৎসবে ছবিটি মুক্তি পাক। কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’

ছবিটি শুধু পরিচালনা কিংবা অভিনয় করেননি কবরী। এই ছবির এক্সিকিউটিভ প্রযোজকও তিনি। সেই সঙ্গে একটি গানও লিখেছেন।

এরই মধ্যেই নতুন আরেকটি ছবি নির্মাণের কথা জানিয়ে তিনি বললেন, ‘আবারও সরকারি অনুদানে ছবি বানাব। এখন ছবি নির্মাণ করতে গেলে বেশ বড় অঙ্কের বাজেট লাগে। নয়তো সুন্দরভাবে স্বপ্নের প্রেক্ষাপট পর্দায় তুলে ধরা যায় না। সে জন্য সরকারি অনুদান অনেক বড় সাপোর্ট। একটি রুচিশীল চলচ্চিত্রের ক্ষেত্রে এই সুযোগটা দিয়ে থাকে। ফলে সরকারি অনুদানের সঙ্গে বাড়তি বাজেট যুক্ত করে ছবি করাটা সহজ। এখন নতুন ছবির প্রস্তুতি চলছে। দেখা যাক সেটি অনুদানের জন্য নির্বাচিত হয় কি না।