
কেনাকাটা করতে কার না ভাল লাগে! শপিং মলে ঘুরতে ঘুরতে নতুন জিনিস কিনতে পছন্দ করি আমরা সবাই। বেশির ভাগ মানুষই শপিং মলে যা কিনতে যায়, তার চাইতে বেশি জিনিস কিনে ফেরে। যেমন ধরুন কিনতে গেছি একটা জামা, তার সঙ্গে কিনে ফেললাম কিছু ডিওডোরেন্ট কিংবা চকোলেট সস্। অথবা গেছি বন্ধুর সঙ্গে, নিজের জন্য কিছু কেনার কথাই নয়। পছন্দ হয়ে যাওয়ায় কিনে ফেললাম দু-তিনটে কুর্তি। প্রায়শই আমরা এই ধরনের কেনাকাটা করে থাকি। আর কিনে বাড়ি ফিরে আফশোস করি। কিন্তু জানেন কী আপনার পকেট কাটায় বা আপনাকে কেনাকাটায় বাধ্য করার পিছনে রয়েছে, শপিং মলগুলোর কিছু দুষ্টু কৌশল। জেনে নিন সেই সব কৌশল।