
সচিবালয় প্রতিবেদক : মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। আগামীকাল বুধবার নতুন এই তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে বিভাগ সূত্র জানিয়েছে।
নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পন বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। তবে এতে দপ্তর বণ্টন করা হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত আদেশ অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হয়েছেন। এছাড়া মন্ত্রী হয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।
রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলীকে প্রতিমন্ত্রী করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
প্রসঙ্গত, নতুন চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী ছিলেন।