
করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নতুন এই ভাইরাসে প্রথম থেকেই মাত্রাতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন পড়ছে। এতে প্রয়োজন বেড়েই চলেছে আইসিইউয়ের। সমস্যা সমাধানে হাইফ্লো অক্সিজেন ক্যানোলার সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আইসিইউ সংকটে রয়েছে রোগীরা। রাজধানীর কোভিড ডেডিকেটেড ১০টি সরকারি হাসপাতালের ১০৪টিই পূর্ণ। তাই হাসপাতালের সাধারণ শয্যাতেই চিকিৎসা নিতে হচ্ছে সর্বাধিক খারাপ রোগীকেও।
নতুন ধরনের এই কোভিড সংক্রমণ ওয়ার্ডে পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার পরও প্রয়োজন পড়ছে আইসিইউয়ের।
সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক নাজমুল ইসলাম বলেন, এরই মধ্যে আমাদের কাছে ১০০০ হাইফ্লো অক্সিজেন ক্যানোলা আছে। চাহিদা নিরূপণ করে আরো অধিক সংখ্যক হাইফ্লো অক্সিজেন ক্যানোলা অন্যান্য জিনিসপত্র বাড়ানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যন্ত্রপাতিগুলো ১০০ শতাংশ ব্যবহার করা হয় আর যথাসময়ে রোগী যদি আমাদের এখানে এসে পৌঁছায় আর আমরা তাদের পর্যাপ্ত অক্সিজেন দিতে পারি তাহলে এ মৃত্যুর মিছিল অনেকটা কমানো যাবে।