
প্রথমবারের মত বাংলাদেশ টেলিভিশনের নতুন একটি ধারাবাহিকে্র সাথে যুক্ত হলেন অভিনেত্রী আইরিন আফরোজ। ধারাবাহিকের নাম ‘পথের ধারাপাত’। এটি রচনা করেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করছেন মান্নান শফিক।
এতে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান। কিন্তু সেটি কি? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রথমবারের মতো আমি একজন মাদকাসক্ত মেয়ের চরিত্রে অভিনয় করছি। যার মাধ্যমে বন্ধু মহলের প্রায় সকলে মাদকে ডুবে থাকে। যার চলাফেরা থাকে বস্তির লোকজনের সঙ্গে।
চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। এদিকে এই গ্ল্যামারকন্যা খুব শিগগিরই জি-ফাইভের একটি কাজ করবেন বলেও জানান।
এটি নিয়ে তিনি আরো বলেন, আগামী সপ্তাহে কাজটির শুটিং শুরুর কথা আছে। তার আগে এটি নিয়ে বলা নিষেধ। ওটিটির কাজ নিয়ে ব্যস্ততা কেমন? উত্তরে আইরিন বলেন, ওটিটিতে আমার ব্যস্ততা নেই। কারণ আমাদের এখানে কাজের ধরনটা বদলে গেছে। কাউকে টিভি নাটকের শিল্পী আবার কাউকে ওটিটির শিল্পী বলা হচ্ছে। অথচ ওটিটিতে যারা কাজ করছেন তারাও টিভি নাটকেরই শিল্পী। কিন্তু কেন এমন হচ্ছে এটি অনেকেই জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না।