নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক আজ। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

১৪তম নির্বাচন কমিশনের প্রথম এ সভায় সভাপতিত্ব করবেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০-এর বিধি ৩(২) অনুযায়ী প্রথম সভাতে কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারটি পৃথক কমিটি গঠন করা হবে। চারজন নির্বাচন কমিশনারকে এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হবে।

এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন কার্যক্রম নিয়েও এ সভায় আলোচনা হবে। সভার আলোচ্যসূচিতে রয়েছে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

গত ২১ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন এ কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। ফলে আনুষ্ঠানিক এ সভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞও শুরু হবে।