ক্রীড়া প্রতিবেদক : গত ১৯ জুন জাতীয় ক্রিকেট দলের দুই স্তরের নির্বাচক কমিটিকে অনুমোদন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই স্তরের নির্বাচক কমিটির প্রথম স্তরে রয়েছে তিন সদস্যের নির্বাচক প্যানেল। এবং দ্বিতীয় স্তরের নির্বাচক কমিটিতে রয়েছে টিম ম্যানেজম্যান্ট (কোচ, ম্যানেজার) এবং অপারেশন্স কমিটির চেয়ারম্যান।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পদ্ধতিতে তৈরি হওয়া প্রথম স্কোয়াড আজ ঘোষণা করল বিসিবি।
দুই কমিটির চূড়ান্ত হওয়া দলে শুধুমাত্র সই করেছেন বিসিবি সভাপতি। অতীতের মতো এবার কোনো ‘কাটছাট’ করতে হয়নি বোর্ড সভাপতিকে! ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ড সভাপতি পূর্বে দাবি করেছিলেন, দল নির্বাচনে হস্তক্ষেপ তো তাকে সব সময়ই করতে হয়েছে!
দল নির্বাচনের নতুন নিয়মের কারণে এবার বোর্ড সভাপতিকে দলে কোনো পরিবর্তন আনতে হয়নি। কারণ এ দলটি নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক, কোচ, ম্যানেজার, নির্বাচক ও অপরারেশন্স কমিটির চেয়ারম্যানের মত নেওয়া হয়েছে। তাদের সম্মিলিত সিদ্ধান্তই বোর্ড সভাপতি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।