নতুন পরিচয়ে মারিয়া মিম

একাধিক বিজ্ঞাপনে মডেলিং এর মাধ্যমে ভক্তদের কাছে পরিচিতি পেয়েছে মারিয়া মিম। বিজ্ঞাপনের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গেছে মিমকে।

এবার নতুন পরিচয়ে আসছে মিম। সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রযোজক মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই।

তিনি বলেন, ‘ফাইনালি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। ইকবাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাকে এতো বড় একটি সুযোগ দেয়ার জন্য। ২০ এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য এটি পিছিয়ে দেয়া হয়েছে। ঈদের পরে শুটিং হওয়ার কথা রয়েছে।’

মারিয়া মিমকে চুক্তিবদ্ধ করা প্রসঙ্গে জানতে চাইলে ইকবাল বলেন, ‘আমি আগে নায়ক হিসেবে জিয়াউল রোশান আর ভিলেন হিসেবে মিশা সওদাগরকে চূড়ান্ত করেছি। আগেই বলেছি নায়িকা হিসেবে আমি একটি চমক নিয়ে আসব। মারিয়া মিম হলো আমার সেই চমক, আশা করি মিম ভালো করবে।’