
সচিবালয় প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্ম আমাদের চোখ খুলে দিয়েছে। ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। গাড়িতে ওঠার আগে আমি লাইসেন্স রয়েছে কি না তা চেক করে উঠি।
রোববার সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইরাব-এর নেতাকর্মীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলন সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্ররা বিরূপ কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তারা দাবির জায়গা থেকে সরে যাবে।
তিনি আরো বলেন, সরকার ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। কিছু বাস্তবায়নও করেছে। বাকি কিছু দাবি বাস্তবায়ন করতে সময় লাগবে। শিক্ষার্থীর কাছে আহ্বান, তারা যেন নিয়মিত ক্লাসে ফিরে যায়।