নতুন বলেই স্বাচ্ছন্দ্য মিরাজের

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে :
১৯ এ পা রাখতে তখন ৪ দিন বাকি। তার আগেই মাথায় উঠল টেস্ট ক্যাপ। মুশফিকুর রহিম টেস্ট ক্যাপ পরিয়ে তার হাতে তুলে দিলেন লাল বল। সেই লাল বলই আজ তার প্রধান অস্ত্র।

বলছি মেহেদী হাসান মিরাজের কথা। ১৮ বছর ২৬১ দিনে অভিষেকর পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভার করতেই বল পেয়ে যান মিরাজ। এরপর ২২ গজের ক্রিজে যে ইতিহাস মিরাজ গড়েছেন তা সবারই জানা। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেট।

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকাতেও। প্রথম ইনিংসেই নিয়েছেন ৬ উইকেট। ৩ ইনিংসেই সবার আগে বল হাতে পেয়েছেন মিরাজ। নতুন বলে বোলিং করতে সাচ্ছ্বন্দ্যবোধ করেন বলেই বারবার মুশফিকের ভরসার নাম মিরাজ।

রোববার মিরাজ বলেন,‘আমি আসলে দুটো বলেই বল করতে পছন্দ করি। তবে বলটা নতুন থাকলে বেশি ভালো লাগে। যখন নতুন থাকে তখন বলটার একটু কাজ থাকে। কিন্তু পুরনো হয়ে গেলে বলটা অনেক নরম হয়ে যায়। তখন কাজটা অনেক কম থাকে। কিন্তু নতুন বল আমাকে আত্মবিশ্বাস দেয়।’

নতুন বলে মিরাজের কার্যকারিতার প্রমাণ মিলল আজ। ক্রিস ওকস ও আদিল রশিদের করা ৯৯ রানের জুটি ভাঙেন নতুন বল নেওয়ার পর প্রথম ওভারেই। এর আগে টানা ৪ ওভার বোলিং করলেও উইকেটের স্বাদ পাননি মিরাজ। নতুন বলেই সত্যিই মিরাজ রহস্যময়, দুর্বোধ্য।’

বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না মিরাজ। তিন ইনিংসে তার রান ১,১,১! ব্যাটিং নিয়ে এ তরুণের ভাবনা, ‘৩টা ইনিংসে এক রান করে আউট হয়ে গেছি। ক্রিকেট খেলায় এমন হতেই পারে। আমার কাছে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি পার্থক্য হয়ে দাড়ায়। এখানে অনেক বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলতে হয়। ইংল্যান্ড টেস্টে বিশ্বমানের দল। আমি চেয়েছিলাম ভালো খেলার জন্য, দূর্ভাগ্যবশত হয়নি। ভবিষ্যতে চেষ্টা করব ব্যাটিংটা উন্নতি করার।’