নতুন ভ্যাট আইন বাস্তবায়নে গোপালগঞ্জে জেলা সহায়ক কমিটির সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ গোপালগঞ্জের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক।
কাস্টমস এক্সসাইজ ও ভাট বিভাগ গোপালগঞ্জের উপ-কমিশনার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারের যুগ্ম-কমিশনার অরুন কুমার বিশ্বাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভপাতি কাজী জিন্নাত আলী, পৌর মেয়র কাজী লিয়াকত আলী। সেমিনারে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রফিকুল ইসলাম মিঠু এবং গোপালগঞ্জ জেলার সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।