নতুন মাদক আসছে আকাশ পথে!

এস.এম.মনির হোসেন জীবনঃ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে আফ্রিকার ইথিওপিয়ানের তৈরী নিউ সাইকোট্রফিক সাসপেন্সেস (এনপিএস) ২৩টি প্যাকেটের ভর্তি ৪৬৮ কেজি নতুন ধরনের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। এই মাদকটি ইয়াবার মতো কাজ করে। পরে জব্দ করা প্রায় ১২ মণ মাদক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে মাদকের এই চালানটি আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মো. নজরুল ইসলাম শিকদার আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে নতুন মাদক ‘নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) ৪৬৮ কেজি জব্দ করেছি। ২৩টি প্যাকেটের ভেতরে করে এসব মাদক আফ্রিকা ইথিওপিয়ান থেকে ঢাকায় আনা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিমানবন্দর সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই মাদক আসবে বলে আমরা তথ্য পাই। গত তিনদিন আগে আসার কথা থাকলেও পাচারকারীরা তাদের রুট পরিবর্তন করে অন্য এয়ারলাইন্সে আনে। দেখতে অনেকটা চায়ের পাতার মতো। এক ধরনের গাছ থেকে এনপিএস তৈরি হয়। পানি বা তরল জিনিসে মিশিয়ে এটি সেবন করলে মানবদেহে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। এই মাদকটি ইয়াবার মতো কাজ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, এই মাদকটি গ্রিন-টি’র আদলে বাংলাদেশে আনা হয়। পরে এগুলো দেশে বিক্রির পাশাপাশি অন্য দেশেও পাচার করা হবে। এজন্য বাংলাদেশকে পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তারা আরো জানান, ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মোহাম্মাদ ইউসুফ এনপিএসের চালানটি ঢাকায় নওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে পাঠায়। রাজধানীর কাকরাইলে নওয়াহিন এন্টারপ্রাইজের একটি গোডাউন রয়েছে।