নতুন রূপে সাজবে তাজউদ্দীন আহমদ স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক: নতুন রূপে সাজতে যাচ্ছে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ উডেনফ্লোর স্টেডিয়াম। এরই মধ্যে ৩ কোটি টাকার বাজেট পাস হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে সংস্কারকাজ।

এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

খেলোয়াড়দের থাকার জন্য স্টেডিয়ামের পাশেই ডরমিটরি করার পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। এরই মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ব্যাটমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের দাবি পূরণ করা হচ্ছে।

চলতি বছরের ৭ এপ্রিল, বাংলাদেশ গেমস চলাকালীন ব্যাডমিন্টন ম্যাচ। এবড়ো-খেবড়ো মাঠে হঠাৎ পা মচকে যায় শাটলার গাজী নুর আলম তুষারের। ছিঁড়ে যায় পায়ের লিগামেন্ট। সেই থেকে এখন পর্যন্ত একপ্রকার পঙ্গু জাতীয় দলের এই খেলোয়াড়। আন্তর্জাতিক ভেন্যুটির এমন বেহাল দশায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। যার মাশুল দিতে হয় চড়া দামে।

সেই ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। দ্রুত মাঠ সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন খেলোয়াড়রা। অন্য সব কাজের মতো এটির জন্যও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে- এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু কয়েক মাসের মাথায় এল ঘোষণা। চলতি মাসের মাঝামাঝিতেই ঢেলে সাজানো হচ্ছে উডেনফ্লোর স্টেডিয়াম।

এ সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রায় তিন কোটি টাকা এই স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিয়েছি। উডেনফ্লোর স্টেডিয়াম উঠিয়ে নতুন করে স্থাপন করা হবে। টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে। এই স্টেডিয়ামটি শুধু ব্যাডমিন্টনের নয়। ভাগাভাগি করে ব্যবহার করে টেবিল টেনিস ফেডারেশনও। কাঠের তৈরি এই ফ্লোর দীর্ঘদিনের পুরনো। অতিরিক্ত চাপে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। তাই এ মাসেই খুলে ফেলা হবে মেঝের সব কাঠ। আর মাঠের পাশেই খেলোয়াড়দের জন্য রাখা হতে পারে আবাসন সুবিধা।

জাহিদ আহসান রাসেল বলেন, টেবিল টেনিসের জন্য একটা, ব্যাডমিন্টনের জন্য একটা প্রাকটিস গ্রাউন্ড করা হবে। পাশাপাশি একটা ডরমেটরি করার চিন্তাভাবনা আছে।

স্টেডিয়াম সংস্কারের জন্য ৬ মাস বন্ধ থাকবে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রশিক্ষণ কার্যক্রম। তাই এই সময়টায় অনুশীলনের জন্য বিকল্প ভেন্যু দেওয়ার অনুরোধ খেলোয়াড়দের।