নতুন সাজে ধরা দিলেন মিমি

মিমিকে সব সময়েই দেখা যায় সাদা-কালোর দিকে বেশি ঝুঁকতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

কালো জামার সাজে ইনস্টাগ্রামে দেখা দিলেন নায়িকা। বাদামি খোলা চুলের ঢাল ছড়িয়ে পড়েছে তার কালো শিফনের পোশাকের উপরে।

 

তাকে দেখে মনে হচ্ছে, বসন্ত যেমন রঙেই মাতুক, মিমি আলাদা। তিনি মিশে যান না চারপাশের সঙ্গে। জানেন রঙের ভিড়ে কী ভাবে নজর ঘুরবে তার দিকে।