
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বুধবার রাতে র্যাবের একটি দল এ অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি (কম্পিউটার ডিক্স)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত অবধি অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে ১৮ থেকে ২০ জনের একটি চক্র নতুন প্রদর্শিত চলচ্চিত্র পাইরেসি করে সিডি বানিয়ে বিক্রি করে আসছিল দীর্ঘ দিন ধরে।
নতুন সিনেমা পাইরেসি করার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর জলসা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৩১টি কম্পিউটারসহ ১৮ জনকে আটক করেছে র্যাব।
চলচ্চিত্র পরিবেশক সমিতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় পাইরেসির কাজে ব্যবহৃত ৩১ কম্পিউটার জব্দ করে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সিডি। এ কাজে জড়িত ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।