নদীর তীরে উপুড় হয়ে পড়ে আছে ছোট্ট শিশু

আন্তর্জাতিক ডেস্ক : নদীর তীরে উপুড় হয়ে পড়ে আছে ছোট্ট শিশু। ও ঘুমাচ্ছে- অনন্ত। ওর মতো ভূমধ্যসাগরের তুরস্ক তীরে ঘুমিয়ে ছিল আয়লান কুর্দি- সিরীয় শিশু। যখন ওদের হাট্টিমাটিম, এক্কা-দোক্কা খেলার সময় তখন ওদের প্রাণ কেড়ে নিয়েছে জাতিগত হিংসা ও যুদ্ধ।

সিরিয়া গৃহযুদ্ধের বারুদগর্ভ থেকে প্রাণে বাঁচার আশায় বাবা-মায়ের সঙ্গে সাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে মারা যায় ছোট্ট আয়লান। তার মরদেহ ভেসে আসে কূলে। তার ছবি তোলে তুর্কি সাংবাদিক নিলুফার দেমির। সেই ছবি বিশ্বজুড়ে ঝড় তোলো।

সোমবার বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর ওপারে পড়ে থাকতে দেখা যায় এক রোহিঙ্গা শিশুকে- ঠিক আয়লানের মতো উপুড় হয়ে। তার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধমে। প্রথমে তার পরিচয় মেলেনি। তাই অনেকে তার নাম দিয়েছে ‘আয়লান রোহিঙ্গা’।

আয়লান রোহিঙ্গা ঘুমিয়ে গেছে। ওর ঘুম ভাঙবে না আর। কিন্তু বিশ্ব বিবেক আর কতদিন ঘুমিয়ে থাকবে? আর কত রোহিঙ্গার লাশ চায় বিশ্ব মানবতার ঘুম ভাঙতে? মিয়ানমারের রাখাইন রাজ্যের নির্যাতিত রোহিঙ্গাদের এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি?

৪ নভেম্বর নাফ নদীর মাঝে ৩১ জন নারী-পুরুষ ও শিশু নিয়ে ডুবে যায় রোহিঙ্গাদের তিনটি নৌকা। সেনা-পুলিশের অত্যাচারে নির্যাতিত মিয়ানমারের উত্তরাঞ্চলের মংডুর রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে নৌকা নিয়ে বাংলাদেশে পালিয়ে আসার পথে তাদের ওপর গুলি চালায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও পুলিশ।

রাখাইন ভিশন অনলাইনে বলা হয়েছে, রোববার রাতের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে দুটি নৌকার মানুষ নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের ওসায়েকায়া নদী থেকে রোহিঙ্গাদের নৌকাগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই থেকে মাত্র দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকায় থাকা রোহিঙ্গা নারী রেহেনা বেগম কোনোমতে প্রাণে বেঁচে গেছেন। সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়। টেকনাফে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

রেহেনা বেগমকে ছবি দেখালে তিনি ছবির শিশুটিকে চিনতে পারেন। নাফ নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা শিশুটির প্রকৃত নাম তোহাইতো, যাকে আয়লান রোহিঙ্গা বলা হচ্ছে। তোহাইতো সম্পর্কে রেহেনা বেগমের খালাতো ভাই। মৃত উদ্ধার হওয়া আরেক শিশুর পরিচয় পাওয়া যায়নি।

রাখাইন টাইমসের দাবি, গত সাত সপ্তাহে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের পৌঁছানোর সময় আড়াই শতাধিক রোহিঙ্গা ডুবে মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই নারী-শিশু।

৯ অক্টোবর সীমান্ত পোস্টে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালিয়ে নয়জন নিরাপত্তাকর্মীকে হত্যার পর উত্তাল হয়ে ওঠে রোহিঙ্গাদের রাখাইন রাজ্য। পুলিশ ও সেনাবাহিনী অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন শুরু করে। রোহিঙ্গারা দাবি করছে, তাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। গত সাত সপ্তাহে প্রায় ১ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। কিন্তু এতে কোনো সাড়া দিচ্ছেন না মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক নোবেলজয়ী অং সান সু চি। রোহিঙ্গা নির্যাতনের জন্য তার নিরবতাকেই দায়ী করছেন অনেকে।

এদিকে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা থামাতে আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দেশটির সরকার এ বিষয়ে ধারাবাহিক তৎপরতা দেখাচ্ছে।

সোমবার কানাডার টরেন্টো ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শিগগির এ হত্যা-নির্যাতন বন্ধে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এর আগে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান মিয়ানমারে রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গা গ্রাম পরিদর্শন করেন। রোহিঙ্গাদের দাবি, কফি আনান আসার পরেই তাদের ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়েছে।