
জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে রুবেল হোসেন (২৬) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জুলাই) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া এলাকার পঁচা বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুবেল ওই গ্রামের আবু হানিফের ছেলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) খায়রুল আলম, পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রুবেলের মা জাহেরা বেগম বলেন, ‘রাতে আমি ও রুবেল একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে প্রতিবেশীরা নদীতে তার মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’