নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী দখলকারীরা এই যুগের রাজাকার।
তিনি বলেন, এত সতর্কতা সত্ত্বেও যারা নদী দখল করছে তারা এই যুগের রাজাকার। যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন এখন থেকে কেউ নদী দখল করতে পারবে না।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ব নদী দিবস ২০১৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
নদীকে রক্ষা করা সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,` যেমন করে অসুস্থ রাজনীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম তেমনিভাবে নদী দখলকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আশা করি এ ক্ষেত্রেও আমাদের জয় অনিবার্য।’
তিনি জানান, নদী রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী টাস্কফোর্স গঠন করেছেন।
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, নদী পরিব্রাজক দলের উপদেষ্টা মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ।